‘মিথ্যা অভিযোগ, সহ্য করতে পারছি না’
প্রকাশ: ২০১৬-০৪-২০ ১৮:২২:৩৫
বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে সম্পূর্ণ ‘মিথ্যা বানোয়াট’ অভিযোগে গ্রেফতার করা হয়েছে মন্তব্য করে তার স্ত্রী তালেয়া রেহমান বলেছেন, এতো বড় মিথ্যা অভিযোগ আনা হয়েছে যা আমি সহ্য করতে পারছি না।
বুধবার (২০ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘লেখক, সাংবাদিক শফিক রেহমানের রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে’ এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শফিক রেহমানের মুক্তির জন্য সবার সহযোগিতাও কামনা করেন তালেয়া রেহমান।
তিনি বলেন, শফিক রেহমানকে হঠাৎ করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দেখিয়ে বাসা থেকে নিয়ে যাওয়া হলো। গ্রেফতারের দুই ঘণ্টা আগেও এসব কোনো অভিযোগ সম্পর্কে আমাদের কিছুই জানানো হয়নি।
তিনি বলেন, যে লোক বিদেশের অনেক বড় সুযোগ ছেড়ে দেশের টানে এসে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, নিজের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করেন, সেই লোক কারো হত্যার ষড়যন্ত্রকারী হতে পারেন না।
গত ৫৯ বছর ধরে শফিক রেহমানের সঙ্গে আছেন জানিয়ে তার স্ত্রী তালেয়া বলেন, অনেক কিছু লিখেছেন, পশ্চিমের ভালো দিকগুলো এদেশে এনেছেন, দেশে ভালোবাসা দিবসের প্রবর্তক, এই ধরনের মানুষের বিরুদ্ধে এমন ফৌজদারি অভিযোগ হতে পারে না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ, ব্যারিস্টার সারোয়ার হোসেন, ব্যারিস্টার রুমিন ফারহান প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস