১৫ দফা দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে
আপডেট: ২০১৬-০৪-২১ ১৬:২৮:১৩
১৫ দফা দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। বুধবার মধ্যরাত থেকে নৌ ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। মালিকপক্ষের আহ্বান ও দিনভর বৈঠকের পরও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রয়েছেন নৌযান শ্রমিকরা। বুধবার নৌপরিবহনমন্ত্রীর মধ্যস্থতায় মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সমঝোতা বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে ধর্মঘট কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।
বৈঠকের পর বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহআলম যুগান্তরকে জানান, মালিকপক্ষ ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি মেনে না নেয়ায় আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাহাজ মালিক সমিতি ঐক্য পরিষদের আহ্বায়ক মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, খুরশিদ আলম, অয়েল ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুল আলম, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বাদল ও কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আবদুল করিম।
সানবিডি/ঢাকা/এসএস