বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হচ্ছে ব্যাংকের ১২ সেবা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৩ ২২:২০:০৭
বিডার ওয়ান স্টপ সার্ভিসে (ওএসএস) যুক্ত হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং আরও ৩টি বাণিজ্যিক ব্যাংকের ১২টি সেবা।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে বাংলাদেশ ব্যাংক, অগ্রণী ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলনের এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়।
সেবাগুলো বাস্তবায়ন শুরু হলে বিডার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮টি, অগ্রণী ব্যাংকের একটি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলনের দুটি সেবা বিনিয়োগকারীদের অনলাইন ওএসএসের মাধ্যমে দেওয়া যাবে।
বর্তমানে ওএসএসের মাধ্যমে ২৩টি সংস্থার ৬৩টি সেবা দিচ্ছে বিডা।
চুক্তি সই অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল কবির, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলনের কান্ট্রি ডিরেক্টর।
এএ