বাংলাদেশের গণমাধ্যম অনেক উন্নয়নশীল দেশের চেয়েও স্বাধীন: তথ্যমন্ত্রী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১৪ ১৪:১৭:৩৩
বাংলাদেশের গণমাধ্যম অনেক উন্নয়নশীল দেশের চেয়েও অবাধ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করছে। এছাড়া দেশের প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারের সময়ে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া অবাধ স্বাধীনতা ভোগ করছে এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়েছে।
এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণমাধ্যমের বিকাশ ঘটেছে। বর্তমান সরকারকে গণমাধ্যমবান্ধব সরকার বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ। এছাড়া ভূঁইফোড় পত্রিকা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। এতে গণমাধ্যম উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।
এম জি