দর বৃদ্ধির শীর্ষে নাভানা সিএনজি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৪ ১৫:৫১:১৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা সিএনজি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৩ শতাংশ। কোম্পানিটি ৬৪২ বারে ৫ লাখ ৮৩ হাজার ৯৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ । কোম্পানিটি ৩ বারে ৩ টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার ৩য় স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৮০ বারে ২৬ লাখ ৯৬ হাজার ৯২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৫০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৩.৫৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৩.৩৭ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ২.৫৯ শতাংশ, ফাইন ফুডসের ২.০৮ শতাংশ, সিলভা ফার্মার ১.৮৩ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ১.৬৭ শতাংশ এবং এপেক্স ফুটওয়্যারের ১.৫০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস