অশালীন আচরণ: ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীদের নিষিদ্ধের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৪ ১৬:৩৫:০১
ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের এজলাসে বিচারকের বিরুদ্ধে স্লোগান, অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণের এমন ঘটনা চলতে থাকলে সংশ্লিষ্ট আইনজীবীদের নিষিদ্ধসহ কঠোর পন্থা অবলম্বন করা হবে। এ কথা বলেছেন হাইকোর্ট।
ঘটনাটি দেশের বিচার বিভাগে ‘কালো দাগ’ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করে হাইকোর্ট।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া বারের তিন আইনজীবীর উপস্থিতিতে এ মন্তব্য করেন আদালত।
এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন। দুপুরে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন শুরুতেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির হাইকোর্টকে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের দিকে যাচ্ছে। আজ থেকে সব কোর্ট চলছে। সবকিছুর সমাধানের জন্য একমাস সময় আবেদন করেন তিনি। গত ১৭ জানুয়ারি বিচারক মোহাম্মদ ফারুককে গালিগালাজ ও তার সাথে অশালীন আচরণের ঘটনা ঘটে।
এম জি