জবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ ,আহত ৫
আপডেট: ২০১৬-০৪-২১ ১৩:৪৪:৩৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নরসিংদী জেলা ছাত্রকল্যান নবগঠিত কমিটিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই-গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫জন আহত হয়। বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভার্স্কয ও প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিশ্ববিদ্যালয় বেলা ২টার দিকে নরসিংদী ছাত্র কল্যান কমিটির নিজের পছন্দের প্রার্থী বহাল রাখতে ছাত্রলীগের উপ-গ্রুপ জহির রায়হান আগুন ও জবির শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিরাজুল ইসলামের ৫জন কর্মী আহত হয়। আহতদের পুরান ঢাকার স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা যায়, গত মঙ্গলবার বিকাল ৪টাবিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়। এই অনুষ্ঠানে জবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম, নরসিংদী জেলা ছাত্র কল্যানের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা তোফায়েল আহমেদ, মিনহাজ, এস এম সাইফুল ইসলাম, আওলাদ হোসেন সহ নরসিংদী জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নরসিংদী জেলা ছাত্র কল্যানের পরিষদের প্রতিষ্ঠাতা তোফায়েল আহমেদ নব কমিটির সভাপতি হিসেবে তানভীর নাঈম ও সাধারন সম্পাদক হিসেবে মোহাম্মদ আলীর নাম ঘোষনা করেন। কিন্তু, এই কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঐদিন রাতেই ফেইসবুকের মাধ্যমে আগুন গ্রুপের কর্মী অনন্য মাহবুবের নেতৃত্বে আরেকটি বিতর্কিত কমিটি ঘোষনা করে।
এই ভুয়া কমিটি দুপুরে ১টার দিকে জবির উপাচার্যকে ফুল দিতে গেলে নব গঠিত কমিটির নেতারা তাদের বাধাঁ দেয়। এতে প্রশাসনিক ভবনের সামনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় প্রক্টরিয়াল বডির সহায়তায় তাদের মাঝে সমোঝতার চেষ্টা করা হয়।
এরপর নব গঠিত কমিটির নেতারা প্রক্টর অফিস থেকে বের হয়ে ভাস্কর্য চত্ত্বরের সামনে আসলে রাকিব-উল রিকু, ওমর ফারুক, রিয়াজ, মাহমুদ , রিফাত, পালকুমার হৃদয় জড়ো হয়ে সিরাজুল ইসলামের গ্রুপের কর্মী জুয়েল, মোহাম্মদ আলী, সম্রাট, হিমেল এর উপর হামলা করে। এসময় জুয়েলকে রড ও লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুত আহত হয়।
এ সময় জবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এস সিরাজুল ইসলাম বলেন, এই বিষয় ছাত্রলীগের সাথে সম্পৃক্ত না । তবে যারা মার খেয়েছেন তারা আমার গ্রুপের কর্মী।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নূর মোহাম্মদ বলেন, এই ঘটনায় জড়িতদের প্রথমে একটা সমধান দেওয়া হয়েছিল। তারা বিষয় টি অমান্য করে আবার সংঘর্ষ ঘটায়। পরে পুলিশ কে খবর দিয়ে হামলাকারীদের দুই জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস