পোশাক খাতে বৈপ্লবিক অগ্রগতি, অর্জন ধরে রাখতে হবে

প্রকাশ: ২০১৬-০৪-২১ ১৬:০৪:৩১


ড. ইফতেখারুজ্জামান। ফাইল ছবি
ড. ইফতেখারুজ্জামান। ফাইল ছবি

২০১৩ সালের রানা প্লাজা দুর্ঘটনার পর পোশাক শিল্পের উন্নয়নে যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, এর ফলে পোশাক শিল্পের বৈপ্লবিক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

পোশাক শিল্পের অগ্রগতি সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, রানা প্লাজার দুর্ঘটনার পর বিগত ৩ বছরে পোশাক শিল্পের যে অবকাঠামোগত উন্নতি হয়েছে, এতে করে মোটাদাগে বলতে পারি এত অল্প সময়ে পোশাক শিল্পে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। যদি পরিসংখ্যানের দিক থেকে বলা হয়, তাহলে বলতে পারি ৭৭ শতাংশ অগ্রগতি সম্পন্ন হয়েছে।

তবে রানা প্লাজা ঘটনায় দায়ীদের শাস্তি আওতায় না আনলে এ অগ্রগতি অর্থহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান ।

বৃহস্পতিবার সকালে টিআইবি’র কাযালয়ে ‘তৈরি পোশাক খাতে সুশাসন : অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পোশাক শিল্পের সুশাসনের চ্যালেঞ্জ হিসেবে ৬৩টি বিষয় চিহ্নিত করা হয় এবং ১০২টি উদ্যোগ পর্যালোচনা করে গবেষণা করা হয়েছে। এতে রানা প্লাজা দুর্ঘটনার পরে এ সকল উদ্যোগের মধ্যে ৩৪টি পুরোপুরি বাস্তবায়ন হয়েছে এবং ৬৮টি উদ্যোগের বেশির ভাগ বা আংশিক বাস্তবায়ন হয়েছে। এর ফলে পোশাক শিল্পে সুশাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। সার্বিকভাবে রানা প্লাজার দুর্ঘটনার পর পোশাক শিল্পে সন্তোষজনক অগ্রগতি সাধিত হয়েছে।

তবে এ অগ্রগতিকে আরো এগিয়ে নিতে হবে। অর্জনগুলো ধরে রাখতে হবে বলে জানান তিনি।

পোশাক শিল্পের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, অনেক কারখানায় শ্রমিকের অধিকার রক্ষার জন্য শ্রমিক ইউনিয়ন গঠিত হয়েছে। এক্ষেত্রে বেশ কিছু দুর্বলতা আছে। অনেক মালিক বলেন, তোমাদের বেতন-ভাতা দিচ্ছি আবার ইউনিয়ন কেন? এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। মালিকের প্রভাবমুক্ত হয়ে ইউনিয়নের কাজ চালাতে হবে।

পোশাক কারখানাগুলোতে সরকার কর্তৃক যে ন্যূনতম মজুরি নির্ধারণ হয়েছে তার ৯২ ভাগ কারখানায় বাস্তবায়ন করা হয়েছে। তবে এ ন্যূনতম মজুরি জীবনযাত্রার আয়-ব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না তা আলোচনা সাপেক্ষ’, বলেন তিনি।

রানা প্লাজা দুর্ঘটনার মামলায় দীর্ঘসূত্রিতা হচ্ছে জানিয়ে তিনি বলেন, রানা প্লাজার মামলায় দীর্ঘসূত্রিতা রয়েছে। এ মামলায় যারা আইনের বাইরে আছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন টিআইবি’র গবেষক মনজুর ই খোদা।