অনুশীলনের সময় ক্রিকেটারের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৪-২১ ১৭:৩৬:২২
ঘটনা দক্ষিণ আফ্রিকার। অনুশীলনের সময় মারা গেছেন ২২ বছরের এক ক্রিকেটার। কেপ টাউনের এক অ্যাকাডেমিতেই অনুশীলনের সময় ঘটে এই ঘটনা।
গত সোমবার ফোর্ট হারে অ্যাকাডেমিতে ছিল ফিটনেস ট্রেনিং। সেখানেই হঠাৎ জ্ঞান হারান লুথান্যা সিকি। প্রথমে অ্যাকাডেমিতেই তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়।
হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। নেমে আসে শোকের ছায়া। শোকাহত দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের তারকারা। শোকাহত দক্ষিণ আফ্রিকার মানুষ।
সিকির অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, বছরের এই সময়ে সাধারণত ফিটনেস ট্রেনিংই করা হয়। সোমবার আমরা প্লেয়ারদের ফিটনেস পরীক্ষা নিচ্ছিলাম। ও ঠিকই ছিল। কোনও সমস্যা ধরা পরেনি।
দৌঁড়নোর পর নিজের শার্ট খুলে দলের সঙ্গেই বসেছিলেন সিকি। হঠাৎই জ্ঞান হারায়। ফোর্ট হারে অ্যাকাডেমিতে মার্কেটিং ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্স করছিলেন সিকি।
জাতীয় দলের ডাক পাওয়ার অপেক্ষায় থাকা উদীয়মান এই ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে। আমলা ও এবি ডি ভিলিয়ার্সরা শোক প্রকাশ করেছেন সিকির মৃত্যুতে।
সানবিডি/ঢাকা/এসএস