শান্তি সমাবেশের নামে জনগণকে ভয় দেখাচ্ছে সরকার: ড. মোশাররফ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৫ ১৪:০৬:৩৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ইউনিয়ন থেকে রাজধানীর রাস্তা দখলে আছে বিএনপির। হতাশ হয়ে আবোল-তাবোল বকছে আওয়ামী লীগ নেতারা।
ড. খন্দকার মোশাররফ বলেন, পুলিশি হামলা ও শান্তি সমাবেশের নামে জনগণকে ভয় দেখাচ্ছে সরকার। অস্তিত্ব হারানো আওয়ামী লীগ তাদের কর্মসূচি সফল করতে পারছে না।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, সমস্যা সমাধানের পরিবর্তে জনগণের স্বার্থে যারা কথা বলে তাদের নির্যাতন করছে সরকার। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
এম জি