বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিবদের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৫ ১৫:৫৫:১৫


বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, জ্বালানি সহায়তা এবং সীমান্তে হত্যা বন্ধের বিষয়েও আলোচনা করেন দুই শীর্ষ কর্মকর্তা। এছাড়াও আসন্ন জি-২০ সম্মেলনে ভারত-বাংলাদেশের অবস্থান কেমন হবে তা নিয়েও আলোচনা হয়।

এদিকে, আঞ্চলিক শান্তি উন্নয়ন ও রোহিঙ্গা সংকট সমাধানে আবারও ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এই বৈঠকের পরে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও বৈঠক করবেন।

এম জি