পিএলআই এএমএল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০২-১৫ ১৭:৪২:৪৯


বে-মেয়াদি পিএলআই এএমএল ফাস্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের ৮৫৬ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির চেয়ারম্যান আধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভাশেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, বে-মেয়াদি ফান্ড ‘পিএলআই এএমএল ফাস্ট ইউনিট ফান্ডের’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০.০০ কোটি টাকা। এর মধ্যে উদ্যাক্তা ‘পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ২৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ‘পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’ । ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং ‘ব্রাক ব্যাংকে লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ