চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়লো প্লাস্টিকের গুদাম

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১৫ ১৮:৫৭:৪৯


চট্টগ্রামে অগ্নিকাণ্ডে প্লাস্টিক ও চিপসের প্যাকেট রাখা একটি গুদাম পুড়ে গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নন্দনকান ও লামার বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বাকলিয়ার লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, গোডাউনটি (গুদাম) প্রায় চার হাজার বর্গফুটের। গোডাউন ভর্তি প্লাস্টিক ও চিপসের প্যাকেট ছিল। আমরা নন্দনকানন ও লামার বাজার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে যাই। এরপর দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

আই এইচ