টানা কর্মসূচি ঘোষণা যুবলীগের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৫ ১৯:৩৮:৩৭


বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে টানা কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। একইদিন বিকেল ৪টায় ফার্মগেটে যুবলীগ চত্বরে প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর যুবলীগ।

১৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর ছাড়া দেশের সব বিভাগীয় শহরে প্রতিবাদ সভা, ১৯ ফেব্রুয়ারি দেশের প্রতিটি উপজেলা, থানা ও পৌরসভায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ এবং ২০ ফেব্রুয়ারি প্রতিটি জেলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে যুবলীগ।

এ ছাড়া ২১ ফেব্রুয়ারি বিরতি রেখে ২২ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের জাতীয় সংসদের আসনভিত্তিক এবং দেশের সব মহানগরের প্রতিটি থানায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান।

আই এইচ