শ্রীলংকায় বিদ্যুতের দাম বাড়ল ৬৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৬ ১০:২৯:২৭


অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলংকায় আবারও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। দেশটির বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা বিদ্যুতের দাম ৬৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকে বাড়তি দাম কার্যকর হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক দুর্দশায় শ্রীলংকায় চরম ভোগান্তিতে রয়েছে মানুষ। এ সংকট কাটাতে একটি পথই খোলা দেখছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। সেটি হলো- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়া। কিন্তু আইএমএফের শর্তের বেড়াজালে ঋণ পেতে দেরি হচ্ছে।

শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-র ঋণ পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করা হচ্ছে। শিগগিরই ২৯০ কোটি ডলারের ঋণ বা বেইল আউট পাওয়া যাবে।’

এর আগে গত বছরের আগস্টে বিদ্যুতের দাম ৭৫ শতাংশ বাড়িয়েছিল দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এম জি