আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য হবে: কাদের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৬ ১৩:৫৯:৪৯
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন বিশ্বাসযোগ হবে, নির্বাচনে কমিশনকে সবধরনের সহযোগিতা করবে সরকার। ৭৫ এরপর বাংলাদেশে আইন মেনে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন গঠন করেছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সেতুমন্ত্রী বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপি গোপনে দেখা করতে আসলেও, আওয়ামী লীগ সবাইকে জানিয়ে আসে। ইউরোপীয় ইউনিয়ন চায় নিবন্ধিত সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও অবাধ হবে। নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে সবধরনের সহযোগিতা প্রদান করবে। আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে।
এসময় বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এতে নির্বাচন ও দেশের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
এম জি