কনসার্টের জন্য তৈরি মিরপুর
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৬ ১৫:৩২:৩২
আর কিছুক্ষণ পর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলের নবম আসরের সমাপনী উপলক্ষ্যে কনসার্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। বিসিবির পক্ষ থেকে জানানো হয় বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে শুরু হবে কনসার্ট। ফাইনাল শেষে থাকবে আতশবাজি ও বিম শো।
দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে আগেই জানানো হয় কনসার্টে গান পরিবেশন করবেন জেমস (নগরবাউল), ওয়ারফেজ ও মাকসুদ (মাকসুদ ও ঢাকা)। মঞ্চ তৈরি করা হয়েছে শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনের মাঠের ফাঁকা অংশে। যদিও এখানে আগে থেকেই একটি মঞ্চের মতো তৈরি করা ছিল। কনসার্ট উপলক্ষ্যে বাড়ানো হয়েছে সেটির আকার।
আই এইচ