রবীন্দ্র ও নজরুল জয়ন্তী’র প্রস্তুতি সভা

প্রকাশ: ২০১৬-০৪-২১ ২০:৫৩:৫২


Dcবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজনে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকালে খুলনার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ হাবিবুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, কেএমপির উপ-কমিশনার মোঃ সাফিন মাহমুদ, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর বিশ্বাস, অতিঃ জেলা প্রশাসক (সাধারণ) মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, ভারপ্রাপ্ত ইউএনও মোছাঃ শাহনাজ বেগম, জেলা তথ্য অফিসার ম জাভেদ ইকবাল, প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ওসি মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিক, আওয়ামীলীগ নেতা সরদার শাহাবুদ্দিন জিপ্পী, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, কামরুজ্জামান নান্নু, মোল্যা হেদায়েত হোসেন লিটু, শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, সাংবাদিক বিধান দাসগুপ্ত, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, রিপোর্টর্স ক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী রাজু, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, স্কাউট সম্পাদক বিজয় কৃষ্ণ হালদার, শিক্ষক প্রদ্যুৎ কুমার বিশ্বাস, গাজী আঃ হাই প্রমুখ।

সভায় ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে ২৫ বৈশাখ থেকে ৩দিন ব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী ও লোকমেলা এবং খুলনার হাদিস পার্কে ১১ জৈষ্ঠ্য দু’দিন ব্যাপী নজরুল জন্ম জয়ন্তী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সানবিডি/ঢাকা/আহো