মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১৬ ১৬:২৬:৫৬


রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মাহাদী হাসান (২৬) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী হাবিবা খাতুন (২০) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাহাদী হাসান যশোরের শার্শা থানার আমলা গ্রামের মাওলানা নজরুল ইসলাম হেলালির ছেলে। তিনি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার একটি হাফেজিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী ছুটিতে গ্রামের বাড়ি ফিরছিলেন। নিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে দুজন মারাত্মকভাবে আহত হন। সে সময় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহাদী হাসানকে মৃত ঘোষণা করেন।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মাহাদী হাসান ফরিদপুর হাসপাতালে মারা গেছেন এবং তার স্ত্রী আহত অবস্থায় ভর্তি রয়েছেন।

আই এইচ