ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০২-১৯ ১২:০৫:০২
ডিএসই’র প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের তত্ত্বাবধানে ক্যাল সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ ও ডিরেক্টএফএন (DirectFN) এর সাথে এপিআই ইউএটি চালুকরণের ত্রিপাক্ষিক একটি চুক্তি হস্তান্তরিত হয়।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ ও ক্যাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেশান পুষ্পরাজ (Deshan Pushparajah) চুক্তি হস্তান্তর করেন ৷
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা এজিএম সাত্তিক আহমেদ শাহ্, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম, সিনিয়র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, ও সিনিয়র ম্যানেজার কামরুন নাহার এবং ক্যাল সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সাহা, প্রধান পরিচালন কর্মকর্তা জোবায়ের মহসিন কবিরসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ,প্রধান আর্থিক কর্মকর্তা এজিএম সাত্তিক আহমেদ শাহ্।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ