টস জিতে মাশরাফীর সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৩-০২-১৬ ১৯:৩১:৪৮


বিপিএলের নবম আসরের ফাইনালে প্রথমবারের মতো ফাইনাল খেলা সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কখনোই ফাইনালে না হারা কুমিল্লার বিপক্ষে প্রথমবার ফাইনালে এসেই হারাতে পারবে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট? উত্তর পেতে অপেক্ষা আর কয়েক ঘণ্টা।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজও টস হেরে যাওয়ার ধারাবাহিকতা রক্ষা করলেন সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

পঞ্চমবারের মতো ফাইনাল খেলছেন মাশরাফী। এর আগে চারবারই অধিনায়ক হিসেবে দলকে শিরোপা জেতানো মাশরাফীর সামনে চ্যালেঞ্জ এবার সিলেটকে শিরোপা উপহার দেওয়া। বিপিএলের অভিশপ্ত ফ্র্যাঞ্চাইজি সিলেটকে ফাইনালে তোলার পেছনে মাশরাফীর ক্ষুরধার নেতৃত্বের বড় অবদান। দেশীয় তরুণদের ওপর রাখা আস্থার প্রতিদান পেয়েছেন তিনি। তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত কিংবা তানজিম সাকিবদের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে এবারের বিপিএল। দারুণ এক জার্নির শেষটা নিশ্চয়ই রাঙাতে চাইবেন তারা।

কুমিল্লাকে নেতৃত্ব দিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে তুলেছেন ইমরুল কায়েস। আগের দুই আসরেও বিজয়ী অধিনায়ক হিসেবে শেষ হাসি হেসেছেন তিনি। তারকাসমৃদ্ধ দল হিসেবে ফাইনালেও তার দলও ফেবারিট।

২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্স শিরোপা জেতে মাশরাফীর নেতৃত্বে। পরের আসরেও একই দলকে শিরোপা জেতান মাশরাফী। টানা দুই আসরে শিরোপা জিতে চমক দেখান দ্য ম্যাশ।

এরপরে ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে ঢাকার বদলে মাশরাফী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দেন। দল বদলের সঙ্গে সঙ্গে ঢাকাও হ্যাটট্রিক শিরোপার স্বাদ থেকে বঞ্চিত হয়। ঢাকা ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে মাশরাফী জেতেন হ্যাটট্রিক শিরোপা। আর ঢাকার শিরোপা মাশরাফীর সঙ্গে চলে যায় কুমিল্লার ঘরে।

বিপিএলের পঞ্চম আসরে সাকিবের ঢাকার বিপক্ষে ফাইনাল খেলেন মাশরাফী। ওই সময়ে মাশরাফী ছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক। তাতে সাকিবকে ব্যর্থ করে অধিনায়ক হিসেবে বিপিএলের চতুর্থ শিরোপা হাতে তোলেন মাশরাফী বিন মোর্ত্তজা। আর রংপুর পায় নিজেদের প্রথম শিরোপা।

এরপরে আর ফাইনালে খেলতে পারেননি মাশরাফী। তবে এবার নবম আসরে সিলেটকে নেতৃত্ব দিয়ে তুলেছেন ফাইনালে। তাই দক্ষ এই দলনেতার নেতৃত্বে সিলেটও স্বপ্ন দেখছে প্রথম শিরোপা ছোঁয়ার। যদি সেটি হয়, তাহলে মাশরাফীর হবে পঞ্চম সফলতা।

অন্যদিকে ষষ্ঠ ও সবশেষ অষ্টম আসরে শিরোপা জিতে কুমিল্লা তিনবার নিজেদের নামের পাশে চ্যাম্পিয়ন লিখিয়েছে। প্রথমবার এই শিরোপা মাশরাফীর হাত দিয়ে আসলেও এবার তারই মুখোমুখি কুমিল্লা। ফলে এখানেও রেকর্ডের হাতছানি দিচ্ছে। তবে কে গড়তে যাচ্ছে রেকর্ড সেটি জানা যাবে ম্যাচ শেষে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, সুনীল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মঈন আলী, জাকের আলী (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম

সিলেট স্ট্রাইকার্স: তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাশরাফি মুর্তজা (অধিনায়ক), থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, লুক উড, রুবেল হোসেন।

এএ