মিরপুরে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

প্রকাশ: ২০১৬-০৪-২১ ২২:১২:৩৭


mirpur20160421160755রাজধানীর মিরপুরে মাইক্রোবাসের ধাক্কায় আনিস (২২) নামে এক যুবক হয়েছেন। এ ঘটনায় আরো ৫ পথচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ভগ্নিপতি মতিউর রহমান জানান, তারা পৃথক রিকশাযোগে মিরপুর ১ নম্বর থেকে ১০ নম্বরে ফিরছিলেন। পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে আনিসসহ ৫ পথচারী আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতলে নিয়ে যাওয়া হলে আনিসের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোজ্জামেল হক।

সানবিডি/ঢাকা/আহো