মানবতাবিরোধী অপরাধ মামলা: পলাতক ২ আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০২-১৭ ১৪:৫৬:০৩
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আব্দুল ওয়াহেদ মণ্ডলকে রাজধানীর মুগদা থেকে আর মো. জাছিজার রহমান খোকাকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়।
২০১৬ সালে তাদের জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আদালত পরবর্তী জামিন নামঞ্জুর করার পর তারা উভয়ই আত্মগোপনে চলে যায়।
এম জি