চুরির অভিযোগে স্কুলছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশ: ২০১৬-০৪-২২ ১৫:৪৩:৩৪


Agailjhara-Upazila-Map2-598x330-660x330বরিশালের আগৈলঝাড়ায় টাকা চুরির মিথ্যা অভিযোগে এক স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ওই স্কুল ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার বড় বাশাইল গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ ফকির বাশাইল হাটে চাল কেনার জন্য সোহাগ ফকির পল্টুর দোকানে যায় এবং নগদ টাকায় ১০ কেজি চাল কিনে বাড়ি চলে যায়। পরে চাল বাড়িতে রেখে আবার বাজারে এসে সবজি কিনতে থাকে। তখন একই এলাকার শাহাদাত ফকির ও কামাল ফকির আব্দুল্লাহ ফকিরকে ডেকে সোহাগ ফকিরের চালের স্টল ঘরে নিয়ে আসে।

কিছু বুঝে উঠার আগেই তাকে সোহাগ, শাহাদাত ও কামাল ১০ হাজার টাকা চুরির অভিযোগে পিটিয়ে গুরুতর আহত করে। পরে অবস্থার অবনতি হলে তার পরিবার আব্দুল্লাহকে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে আহতের পরিবার থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তারা জানিয়েছেন।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো