শতভাগ পাশ বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসা
প্রকাশ: ২০১৬-০৪-২২ ১৫:৪৭:১০
বরিশালের আগৈলঝাড়ায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে ৫ ও সাধারণ বৃত্তি পেয়েছে ৩ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলার বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এদের মধ্যে ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলে পাশ করেছে।
যার মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মো. বেলাল হোসেন, মো. শাহারিয়ার নাফিজ, খালিদ সাইফুল্লাহ, ফারজানা রহমান অনন্যা ও হালিমাতুম সাদিয়াসহ ৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে আশরাফুল আলম জিহাদ, মো. হোসাইন ও ফাতেমা আক্তার তন্নীসহ ৩ জন।
বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান জানান, শিক্ষার্থীরা শতভাগ পাশ করায় আমরা তাদের অভিনন্দন জানিয়েছি। ভাল ফলাফলের জন্য মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণ অক্লান্ত পরিশ্রম করেছেন। যে কারণেই আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।
সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো