রাতে ঘুমানোর আগে যে আমলগুলো অবশ্যই করণীয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৭ ২২:৩১:২৬


ঘুমানোর পূর্বে প্রত্যেক মুসলিমের কিছু আমল করা অত্যন্ত প্রয়োজনীয়। আল্লাহ আমাদের কে এই আমলগুলো প্রতিদিন পালনের তাওফীক দান করুন।

রাতে ঘুমানোর আগে যে মুমিন ব্যক্তির যে আমলগুলো অবশ্যই করণীয়-

১। ঘুমানোর পূর্বেই আয়াতুল কুরশী পাঠ করা। সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াতকে আয়াতুল কুরসী বলা হয়। ঘুমানোর পূর্বে কেউ আয়াতুল কুরসী তেলাওয়াত করলে একজন ফেরেশতা সারারাত তাকে পাহারা দেয়।

২। সূরা বাকারার শেষের তিন আয়াত তেলাওয়াত করা। রাসুল (সা:) বলেছেন-সূরা বাকারার শেষের তিন আয়াত পড়ে ঘুমালে সারারাত নফল নামাজ পড়ার সম পরিমান নেকি আমলনামায় যোগ হবে।

৩। তিন কুল তেলাওয়াত করা। তিন কুল হচ্ছে- সূরা এখলাস,সূরা ফালাক্ব,সূরা নাশ। এই তিনটি সূরা তেলাওয়াত করে ঘুমালে দৃশ্য-অদৃশ্য জগতের কোন ক্ষতি স্পর্শ করবে না।

৪। সূরা কাফিরুন তেলাওয়াত করা। রাসুল (সা:) বলেছেন-কেউ সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাকে শিরকের গুনাহ থেকে রক্ষা করবেন।

৫। রাতে ঘুমানোর আগে ৩৩ বার সুবহানআল্লাহ,৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করা। এটা নিয়মিত আমল করলে আল্লাহর পক্ষ থেকে শরীরে শক্তি আসে।

৬। এরপর শোয়ার ঠিক আগে ডানকাত হয়ে ‘আল্লাহুমা বিইসমিকা আমুত আহিইয়া’ তেলাওয়াত করা।

এনজে