বিশ্ববাজারে বেড়েছে তামার দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৮ ১০:২৭:১১


পাঁচ সপ্তাহ ন্যূনতম অবস্থানে থাকার পর বৃহস্পতিবার বেড়েছে তামার দাম। ডলারের অবমূল্যায়নের কারণে বিনিয়োগকারীরা এখন অপেক্ষা করছেন চীনের চাহিদার ওপর। খবর মাইনিং ডট কম।

মার্চে নিউইয়র্কের সিওএমইএক্স মার্কেটে সরবরাহ বেড়েছে তামার। প্রতি পাউন্ডের দাম ৪ ডলার ১২ সেন্ট ও প্রতি টনের দাম ৯ হাজার ৬৪ ডলারে দাঁড়িয়েছে। মূল্যবৃদ্ধি ঘটেছে ২ দশমিক ৭ শতাংশ। এদিকে তিন মাসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে ১ শতাংশ বেড়ে প্রতি টনের দাম দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪৭ দশমিক ৫০ ডলার। সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে দশমিক ৫ শতাংশ অবনমন ঘটে ঠেকেছে প্রতি টনে ৯ হাজার ৯৮৯ ডলার ৩৬ সেন্টে।

কভিড নীতিমালা শিথিলতার কারণে বদলাতে শুরু করেছে চীনের পরিস্থিতি। এতে স্থাপনা ও নির্মাণ শিল্প ফের চাঙ্গা হতে শুরু করেছে এবং বাড়ছে তামার চাহিদা। অবশ্য চাহিদার সূচক এখনো বেশ তলানিতে। তার পরও পরিস্থিতি এখনো অস্বস্তিকর হয়ে ওঠেনি। সংশ্লিষ্টরা মনে করছেন, মার্চের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।