অরুণাচলে ভূমিধসে নিহত ১৫
প্রকাশ: ২০১৬-০৪-২২ ১৫:৫৩:৪৪
ভারতের অরুণাচল প্রদেশে ভূমিধসের ঘটনায় ১৫ শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার প্রদেশের তায়াং জেলার একটি শ্রমিক ক্যাম্পে ভারী বৃৃষ্টিপাতের কারণে ওই ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রদেশের অতিরিক্ত উপ-কমিশনার লদ গ্যাম্বো জানান, তায়াং শহর থেকে ৪ কিমি দূরে স্থানীয় সময় সকাল ৩ টার দিকে যখন ১৭ শ্রমিক ক্যাম্পের ভিতরে নির্মাণ কাজ করার সময়ই ওই দুর্ঘটনা ঘটে।
বিগত কয়েকদিনের মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ওই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
সানবিডি/ঢাকা/আহো