সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১৮ ১১:৪৫:২৪
দিনাজপুরের হাকিমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফকিরপাড়া ধরন্দা সীমান্তের ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শাহাবুল হোসেন বাবু (২৩)। তিনি শাহাবুল হোসেন হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
জয়পুরহাট ২০বিজিবির অধিনায়ক লে. কর্ণেল রফিকুল ইসলাম সীমান্তে গুলিতে একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। যদিও ওই ব্যক্তি বাংলাদেশি কি না তা নিশ্চিত করেননি তিনি।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের ৩০০ গজ ভেতরে প্রবেশ করায় বিএসএফ ২ রাউন্ড গুলি ছোড়ে। এতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ বিএসএফ নিয়ে যায়।
আই এইচ