ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারস কনভেনশন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৮ ১৬:০৬:০৪
ব্যবস্থাপনা কৌশল নির্ধারণ এবং ২০২৩ ও এর পরবর্তী সময়ের জন্য ব্রাঞ্চ ব্যাংকিং ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে একটি শাখা ব্যবস্থাপকদের সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ আয়োজন করা হয়।
দুই দিনের এই কনভেনশনটি ব্যাংকের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশল সম্পর্কে ব্রাঞ্চ ম্যানেজারদের অবহিত করা, বাজারের সুযোগগুলোকে পুঁজি করা এবং গ্রাহকদের উন্নততর ও আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের উপায় খুঁজে বের করার ওপর জোর দেয়।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন গত ২৯ জানুয়ারি ঢাকার সাভারে ব্র্যাক সিডিএম-এ সম্মেলনের উদ্বোধন করেন।
এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ, ডিএমডি অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন, ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডিএমডি অ্যান্ড ক্যামলকো চৌধুরী মইনুল ইসলাম, ডিএমডি অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআই মো. শাহীন ইকবাল সিএফএ এবং হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, সব ব্রাঞ্চ ম্যানেজার, সাব-ব্রাঞ্চ ম্যানেজার, রিজিওনাল হেডস এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আই এইচ