হোটেল থেকে উদ্ধার তরুণ-তরুণীর মৃতদেহ

আপডেট: ২০১৬-০৪-২২ ১৬:০৯:২৬


rajshahi_sm_360908552_1848রাজশাহী মহানগরীর ‘হোটেল নাইস ইন্টারন্যাশনাল’ নামে একটি আবাসিক হোটেল থেকে এক তরুণ ও তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে হোটেলের ৩০৩নং কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পাবনা জেলার রাধানগর এলাকার আব্দুল করিমের মেয়ে সুমাইয়া নাসরিন (২০) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার ওমেদ আলীর ছেলে মিজানুর রহমান (২৩)।

হোটেল নাইসের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ২০ এপ্রিল রাত ১০টার দিকে ওই যুবক-যুবতী স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে হোটেলের ৩০৩ নং কক্ষে ওঠে।পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তারা হোটেলের কাউন্টারে গিয়ে ভাড়া পরিশোধ করে শুক্রবার সকালে রুম ছেড়ে যাওয়ার কথা জানায়। পরে শুক্রবার দুপুর ১২টার দিকে রসুল নামের এক হোটেল বয় তাদের কক্ষের দরজায় ডাকাডাকি করলে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি হোটেলের ম্যানেজারকে জানায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর দেড়টার দিকে হোটেলের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, তারা দরজা ভেঙে ভেতরে গিয়ে মিজানুরের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। এসময় তার দুই হাত ওড়না দিয়ে বাঁধা ছিলো।

অপরদিকে সুমাইয়াকে বিছানায় বালিশ চাপা দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে সিআইডি ও পিআইবির কর্মকর্তারা হোটেলের কক্ষে অবস্থান করছে। তাদের মরদেহ দুটি ঘটনাস্থলেই রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সানবিডি/ঢাকা/আহো