আমিরাতে তিন ধর্মের প্রার্থনাগৃহ উদ্বোধন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৮ ১৯:৪৯:৫৪
আন্তঃধর্মীয় সম্প্রীতির গড়ার লক্ষ্যে নির্মিত আমিরাতের ‘আবরাহামিক ফ্যামিলি হাউস’ উদ্বোধন হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আবুধাবিতে তা উদ্বোধন করা হয় বলে জানা যায়। আমিরাতের উপপ্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আলে নাহিয়ান এবং সম্প্রীতি ও সহাবস্থান বিষয়ক মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আলে নাহিয়ান এই কমপ্লেক্স উদ্বোধন করেন।
আনুষ্ঠানিকভাবে আগামী ১ মার্চ থেকে মসজিদ, গির্জা ও সিনাগগ নিয়ে তৈরি এই কমপ্লেক্সটি সবার জন্য উন্মুক্ত হবে। এই কমপ্লেক্সে যে কেউ বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এর অফিসিয়াল ওয়েবসাইটে বুকিং দিয়ে তা জানিয়ে রাখতে হবে।
আমিরাতের বার্তা সংস্থা সূত্রে জানা যায়,সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির স্মরক হিসেবে এই স্থাপনা নতুন দিগন্ত উম্মোচন করবে। তিন ধর্মের মানুষ এখানে সমবেত হয়ে নিজ নিজ বিশ্বাসের চর্চা করবে এবং জ্ঞানের ভাব বিনিময় করবে।
এক টুইট বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, ‘সব সম্প্রদায়ের মধ্যে পারষ্পরিক সমঝোতা, সম্প্রীতি ও সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যপানে আমিরাত এগিয়ে চলছে। শান্তি ও মানবিক ভ্রাতৃত্বের জন্য আবরাহামিক ফ্যামিলি হাউস সাংস্কৃতিক সংলাপের সুউচ্চ প্রাসাদ হিসেবে কাজ করবে।’
এখানে রয়েছে তিনি আইকনিক উপাসনালয়। তা হলো- ইমাম আল তাইয়েব মসজিদ, সেন্ট ফ্রান্সিস চার্চ ও মোসেস বেন মাইমন সিনাগগ। মসজিদটির নাম আল-আজহারের গ্র্যান্ড ইমাম শায়খ ড. আহমেদ আল-তাইয়েবের নামে করা হয়। ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের নামে গির্জা এবং দ্বাদশ শতাব্দির ইহুদি দার্শনিক মোসেস বেন মাইমনের নামে সিনাগগের নামকরণ করা হয়।
এই কমপ্লেক্সে রয়েছে একটি সাংস্কৃতিক কেন্দ্র। মানুষকে মানব ভ্রাতৃত্ব ও সংহতির বিষয়ে উৎসাহিত করা এর লক্ষ্য। এর উদ্দেশ্য এমন একটি সম্প্রদায় গড়ে তোলা যারা পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্যবোধ লালন করে। যেখানে সব বিশ্বাসের মর্যাদা সংরক্ষণ করা হয়।
সূত্র: খালিজ টাইমস
এএ