নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৪-২২ ১৬:৩৬:৩৮
পঞ্চগড়ে তাবলিগ জামায়াতে এসে নদীতে ডুবে মেহেদী হাসান রাজু নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার চাওয়াই নদীতে গোসল করতে গেলে এই ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ঢাকা মাটিকাটা সেনানিবাস এলাকার সেনা সদস্য মহসীন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেদী হাসান এসএসসি পরীক্ষা শেষ করে গত ২৫ মার্চ কয়েকজন বন্ধুর সঙ্গে তাবলিগ জামাতের ৪০ দিনের চিল্লায় বের হন। তাবলিগ জামায়াতের দলটি বর্তমানে স্থানীয় নুনিয়াপাড়া জামে মসজিদে অবস্থান করছে। শুক্রবার জুম্মার নামাজের আগে বন্ধুদের সঙ্গে চাওয়াই নদীতে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায় রাজু। এসময় মুমূর্ষু অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মমিন নদীর পানিতে ডুবে তাবলিগ জামায়াতে আসা শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/আহো