রাশিয়া থেকে ভারতের রেকর্ড জ্বালানি তেল আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৯ ০৯:৫৪:২৮

ভারত গত মাসে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ১৪ লাখ ব্যারেলে, যা ডিসেম্বরের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেশি। ওই মাসেও ভারতে শীর্ষ জ্বালানি তেল সরবরাহকারী ছিল রাশিয়া। এর পরই রয়েছে ইরাক ও সৌদি আরবের অবস্থান। খবর রয়টার্স।
ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক ও ব্যবহারকারী দেশ। জানুয়ারি মাসে দেশটি প্রতিদিন ৫০ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। এর মধ্যে ২৭ শতাংশই এসেছে রাশিয়া থেকে।
ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন রিফাইনারিগুলো (জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠান) বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রক্ষণাবেক্ষণজনিত কার্যক্রম এড়িয়ে চলে। এর মূল কারণ নির্বিঘ্নে সরকারের বেঁধে দেয়া বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন। এ কারণে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশটিতে স্বাভাবিকভাবেই অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়ে।
ভারতের রিফাইনারিগুলো ব্যয়বহুল লজিস্টিকসের কারণে কদাচিৎ রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনত। কিন্তু গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই দৃশ্যপটে বড় পরিবর্তন এসেছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে সেসব দেশে জ্বালানি তেল বিক্রি কমিয়েছে রাশিয়া। ক্ষেত্রবিশেষে বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। বিকল্প হিসেবে এশিয়ার বাজারকে বেছে নিয়েছে রাশিয়ার রফতানিকারকরা। ক্রেতাদের আকৃষ্ট করতে দেয়া হচ্ছে আকর্ষণীয় মূল্যছাড়। আর এ সুযোগকে কাছে লাগিয়ে ভারতের রিফাইনারিগুলো রাশিয়া থেকে বর্তমানে বিপুল পরিমাণে জ্বালানি তেল কিনছে।
তথ্য বলছে, গত মাসে রাশিয়া থেকে ভারতের সকোল ক্রুড (রাশিয়ার সাকলিন-১ ক্ষেত্র থেকে উত্তোলিত জ্বালানি তেল) আমদানি ছিল নজিরবিহীন। প্রতিদিন আমদানি করা হয়েছে ১ লাখ ৯০০ ব্যারেল। নতুন অপারেটরের মাধ্যমে সাকলিন-১-এ উত্তোলন শুরু হওয়ায় আমদানিতে এমন উল্লম্ফন দেখা দিয়েছে।
জানুয়ারিতে কানাডা থেকে ভারতের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি দাঁড়িয়েছে দৈনিক ৩ লাখ ১৪ হাজার ব্যারেলে। এ সময় কানাডা ভারতের শীর্ষ পঞ্চম সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।
ইরাক থেকে গত মাসে ভারতের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি সাত মাসের সর্বোচ্চে পৌঁছেছে। প্রতিদিন আমদানি করা হয়েছে ৯ লাখ ৮৩ হাজার ব্যারেল করে, যা ডিসেম্বরের তুলনায় ১১ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রথম দশ মাসের (এপ্রিল-জানুয়ারি) আমদানি অনুযায়ী ভারতে শীর্ষ জ্বালানি তেল সরবরাহকারী দেশ ইরাক। এর পরই রাশিয়ার অবস্থান। সৌদি আরবকে তৃতীয় স্থানে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাশিয়া।
দেশটি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনার কারণে মধ্যপ্রাচ্য থেকে আমদানি প্রায় ৪৮ শতাংশ কমে গেছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন। পাশাপাশি ওপেকের সদস্য দেশগুলো থেকেও আমদানি লক্ষণীয় মাত্রায় কমেছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













