একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য ভয়াবহ চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৯ ১৩:৫৯:০০


বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য ভয়াবহ চক্রান্ত চলছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এমন মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আশা-আকাঙ্ক্ষার লক্ষ্য ভুলুণ্ঠিত করেছে বর্তমান সরকার। মানুষের গণতান্ত্রিক অধিকার ও চিন্তার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলা একাডেমিতে অন্যায়ভাবে বিভিন্ন স্টলে বই প্রদর্শন বন্ধ করে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে সরকার। তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।

এই সভায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে নানান কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল।

এম জি