জাদেজার ঘূর্ণিতে কুপোকাত অজিরা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৯ ১৫:২৩:০৬
দিল্লি টেস্টের দ্বিতীয় দিন শেষে কিছুটা এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে তৃতীয় দিনে লাঞ্চের আগেই অস্ট্রেলিয়াকে ১১৩ রানে অলআউট করে ভারত। ফলে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে রোহিত শর্মার দল। এতে করে চার ম্যাচের বর্ডার-গাভাস্কার সিরিজে ২-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।
আগের দিনের ১ উইকেটে ৬১ রান নিয়ে খেলতে নেমে আজ রোববার সকালে ৯ উইকেটে মাত্র ৫২ রান তুলতে পেরেছে অজিরা। মাত্র ২৮ রানে পড়েছে শেষ ৮ উইকেট।
দ্বিতীয়বারের মতো জাদেজা আর অশ্বিন মিলে শিকার করেছেন প্রতিপক্ষের ১০ উইকেট। দ্বিতীয় ইনিংসে জাদেজা ৭ আর অশ্বিন নেন ৩ উইকেট। ট্রাভিস হেডকে ৪৩ রানে আউট করে দিনের শুরু করেন অশ্বিন। এরপর শুরু হয় জাদেজা শো।
অস্ট্রেলিয়ার শেষ ৭ উইকেটের ৬টিই নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। অবিশ্বাস্য এক স্পেল ৫.১–১–৬–৬। সব মিলিয়ে ৪২ রানে ৭ উইকেট জাদেজার ক্যারিয়ার সেরা বোলিং। এই ৭ উইকেটের ৫টিই নিয়েছেন ব্যাটারকে বোল্ড করে।
১১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। প্রথম সেশনে দুই দলের উইকেট পড়েছে ১০ টি। চেতেশ্বর পুজারার ৩৩ আর শ্রীকার ভারতের অপরাজিত ২৩ রানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ভারত করে ২৬২ রান।
আই এইচ