জাবির সাবেক অধ্যাপক ড. শিরীন আখতার আর নেই
প্রকাশ: ২০১৬-০৪-২৩ ১০:৫৮:৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শিরীন আখতার গত (২১ এপ্রিল ২০১৬) বৃহস্পতিবার রাত ৮:১৫ টায় ঢাকায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
পাবনার ঈশ্বরদীতে জন্মগ্রহণকারী অধ্যাপক শিরীন আক্তার উচ্চ শিক্ষা লাভ করেন ঢাকা বিশ্বদ্যিালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে। শেষোক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ বিভাগ থেকে তিনি ১৯৭৩ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি কর্মজীবন শুরু করেছিলেন বরিশাল মহিলা কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে যোগদান করেন এবং ২০০৬ সালে অধ্যাপক হিসেবে এখান থেকে অবসরগ্রহণ করেন।
একজন নিষ্ঠাবান গবেষক হিসেবে অধ্যাপক শিরীনের দেশ-বিদেশে বিশেষ খ্যাতি রয়েছে। The Role of the Zamidars (Landed Aristocracy) in Bengal 1707-1772 তাঁর গ্রন্থসমূহের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য।
এছাড়াও দেশি-বিদেশী গবেষণঅ জার্নালে তাঁর বহু গবেষণঅ প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে। অধ্যাপক শিরীন আখতার বাংলাদেশ ইতিহাস পরষদ, ইতিহাস সমিতি, বাংলা একাডেমি এবং এশিয়াটিক সোসাইটির প্রভৃতি সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
তিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির কাউন্সিল সদস্য এবং বাংলাপিডিয়ার সম্পাদনা বোর্ডের অন্যতম সদস্য। অধ্যাপক শিরীন আখতারের স্বামী প্রয়াত অধ্যাপক মোহাম্মদ মুহিবুল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ছিলেন। মরহুম অধ্যাপক শিরীন আখতার অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী, গুণগ্রাহী ও আত্মীয় পরিজন রেখে গেছেন।
সানবিডি/ঢাকা/এসএস