দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৯ ১৫:৪৫:২৪
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। ফান্ডটি ২৭০ বারে ৬ লাখ ৬২ হাজার ৭০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৬৫ বারে ৭৬ হাজার ১০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি ৮৩৯ বারে ৫ লাখ ৮ হাজার ২১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনসিসিবিএল ফান্ডের ১.৪৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১.৩৪ শতাংশ, আনলিমায়ার ডাইংয়ের ০.৯৭ শতাংশ, বীকন ফার্মার ০.৯৩ শতাংশ, আমরা টেকনোলজিসের ০.৮৯ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ০.৭২ শতাংশ এবং প্রাইম ব্যাংকের ০.৫০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস