সোমবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৯ ১৫:৪৮:২৩
‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ কোটি ২০ লাখ ছেলেমেয়ে ভিটামিন এ ক্যাপসুল পাবে। এ উপলক্ষে বড় প্রস্তুতি নেয়া হয়েছে। অনেককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ব্যাপকভাবে প্রচার-প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে। স্বাস্থ্য সেবা ও শিক্ষা বিভাগের ৪০ হাজার লোক কাজ করবে।
তিনি বলেন, ভিটামিন এ শিশুদের অন্ধত্ব, মৃত্যুহার হ্রাস করে। শিশুদের সুরক্ষিত করবে। শিশুদের ভরাপেটে টিকা কেন্দ্রে নিয়ে আসার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।
এএ