পুঁজিবাজারের উপর গ্র্যাজুয়েশন দিচ্ছে বিআইসিএম
প্রকাশ: ২০১৬-০৪-২৩ ১৩:১৫:২৩
সম্পূর্ণ সরকারী অর্থায়নে পরিচালিত জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) অর্থবাজার বিশেষ করে পুঁজিবাজারে কর্মরত বা এ বাজারে পেশাজীবী হিসেবে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের জন্য এক বছর মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) প্রোগ্রাম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন
পিজিডিসিএম এর ৫ম ব্যাচের সামার-২০১৬ ট্রাইমেস্টার শুরু হচ্ছে। ন্যূনতম স্নাতক সম্পন্ন ব্যক্তিরা আগামী ০২ মে, ২০১৬ তারিখ, সোমবার পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ভর্তির আবেদনপত্র বিআইসিএম এর ওয়েবসাইট (www.bicm.ac.bd) এবং পিজিডিসিএম এর প্রোগ্রাম অফিস [বিজিআইসি টাওয়ার (২য় তলা), ৩৪, তোপখানা রোড, ঢাকা-১০০০] থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সাথে আবেদন ফি হিসেবে
বিআইসিএম এর অনুকূলে ৫০০ (পাঁচশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার জমা দিতে হবে। এছাড়া, ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিআইসিএম এর ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অথবা এ বিষয়ে সরাসরি ০২-৭১১৩৮০০/০২-৯৫৮৮৫০৬/০২-৭১১৩১৯০ নম্বরে যোগাযোগ করা যাবে।
ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে মোট ৩৬ জন প্রার্থীকে এবং কোটার মাধ্যমে ০৯ জন প্রার্থীকে এই প্রোগ্রামে ভর্তি করা হবে। প্রোগ্রামটি সম্পন্ন করতে একজন প্রার্থীর সর্বমোট ৪৭,০০০ (সাতচল্লিশ হাজার) টাকা খরচ হবে, যা তিনটি কিস্তিতে পরিশোধ করা যাবে।
সানবিডি/ঢাকা/এসএস