ইনোভেশন অ্যাওয়ার্ডে পুরস্কার জিতল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০২-২০ ১০:১৬:১৭


বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৩-এ, ফার্মেসি বন্ধু উদ্যোগের জন্য গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স “বীমায় সেরা উদ্ভাবন” বিভাগে পুরষ্কার জিতেছে।

১৮ ফেব্রুয়ারি রাজধানীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এটুআই এর যুগ্ম সম্পাদক ও প্রজেক্ট ডায়রেক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির হেড অব ডিজিটাল বিজনেস মো. মনিরুজ্জামান খান।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 ২০২২ সালে গ্রীন ডেল্টা ডিজিটাল ইকোসিস্টেম সম্প্রসারণের অংশ হিসাবে, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কিউআর কোড ভিত্তিক প্রযুক্তিগত সমাধানগুলির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর নাগালের মধ্যে মাইক্রো স্বাস্থ্য বীমা পরিষেবাগুলি নিয়ে আসার জন্য স্থানীয় আশেপাশের ফার্মেসীগুলির সাথে অংশীদারিত্ব শুরু করে। যার প্রেক্ষিকে গ্রীন ডেল্টাকে পুরুস্কৃত করা হয়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস