প্রতারণার অভিযোগে ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২০ ১৫:৫৮:২৫


ঢাকায় প্রতারণার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ফখরুজ্জামান তপু ভূঁইয়া (৪৫), মো. মোবারক হোসেন (৩৪), মো. খোকন মিয়া (৪৩) এবং মো. মুশফিকুর রহমান মুন্সি (৩৫)।

পুলিশ জানান, গত ১২ ফেব্রুয়ারি ইবনে সিনার ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে ইলেক্ট্রো মার্ট নামের একটি দোকান থেকে ২৫টি কনকা সিলিং ফ্যান কেনেন। এরপর ফ্যানের টাকা চাইলে ক্যাশ নেই উল্লেখ করে, একটি চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে গিয়ে দেখা যায় অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষরের সঙ্গে চেকে করা স্বাক্ষরের কোন মিল নেই, এমনকি অ্যাকাউন্ট হোল্ডারের নামের সঙ্গেও মিল নেই।

এদিকে এই সুযোগে ফ্যান নিয়ে পালিয়ে যান ফখরুজ্জামান ও তার চক্র। পরে থানায় অভিযোগ করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল গাজীপুর, নারায়ণগঞ্জে থেকে তাদের গ্রেপ্তার করে।

আই এইচ