হেফাজতকে ৮০ কোটি টাকা দেন মাহমুদুর : হানিফ
প্রকাশ: ২০১৬-০৪-২৩ ১৬:৪১:০২
সরকার পতন অান্দোলনের জন্য ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হেফাজতে ইসলামকে ৮০ কোটি টাকা দিয়েছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ।
শনিবার জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ঢাকা মিডিয়া ক্লাব লিমিটেডের আয়োজনে ঢাকা মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত দক্ষিণের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ এবং উত্তরের সাধারণ সম্পদক মো. সাদেক খানকে পেশাজীবীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
তিনি বলেন, সুশীল সমাজের পরিচয় দিয়ে হত্যার ষড়যন্ত্রকাকারীদের পক্ষ নেবেন না, এটা জনগণ দেখতে চায় না। শফিক রেহমানকে তার লেখার জন্য আইনের আওতায় আনা হয়নি। তার বিরুদ্ধে মামলা হয়েছে প্রধানমন্ত্রী পুত্রকে হত্যার পরিকল্পনার জন্য।
হানিফ বলেন, মাহমুদুর রহমান হঠাৎ সাংবাদিক হয়ে গেছেন। এরপর তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য হেফাজতে ইসলামকে ৮০ কোটি টাকা বণ্টন করেছেন তার অফিসে বসে, যার প্রমাণ রয়েছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, একাত্তরের পরাজিত শক্তি প্রতি পদে পদে আওয়ামী লীগ সরকারকে বাধা দিচ্ছে। তা না হোলে বিশ্বের চিন্তাবিদের মধ্যে শেখ হাসিনা প্রথম হতেন। একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধু পরিবারকে ভয় পায় বলেই শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে।
কোনো জঙ্গি আমাদের পথ রোধ করতে পারবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নিরাপত্তার নামে অনেকে বহু উপদেশ আমাদের হজম করার কথা বলেন। কিন্তু আমরা নিজের মত জনগনকে পাশে নিয়ে পথ চলব।
ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।
সানবিডি/ঢাকা/আহো