ফায়ারসার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-২১ ১৭:৩২:৪২
বগুড়ার শিবগঞ্জে আব্দুল মোমিন (২৮) নামে ফায়ার সার্ভিসের এক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামে থেকে দুপুর সাড়ে ১২ টার দিকে তার বাড়ির শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আব্দুল মোমিন ওই গ্রামের মওলানা মোজ্জামেল হকের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল।
পুলিশের এ কর্মকর্তা জানান, মোমিনের মরদেহ তার নিজ শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। ঘরে দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল তার মরদেহ। মোমিন সর্বশেষ ঠাঁকুরগাওয়ে কমর্রত ছিলেন। তবে সম্প্রতি কিছু অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ইন্সপেক্টর আশিক ইকবাল আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এম জি