‘ভাষা নিয়ে মানসিক দৈন্যতায় না ভুগে বাংলা ভাষার ইতিহাস জানা প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২১ ২০:৩৩:১৮


ভাষা নিয়ে যারা মানসিক দৈন্যতায় ভোগে তাদের বাংলা ভাষার ইতিহাস জানা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ায় ভাষা সংরক্ষণ ও গবেষণায় বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এ সময়, ভাষা গবেষণায় ফেলোশিপ চালু করতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মাতৃভাষা পুনরুজ্জীবন ও সংরক্ষণে অবদান রাখায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি সংগঠন ও তিন ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান।

এম জি