যাত্রীবেশে পাঠাওচালককে হত্যা: দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২২ ১৭:৫২:২৫


সাভারের আশুলিয়ায় বাইপাইল থেকে গত বছরের ১৯ সেপ্টেম্বর গভীর রাতে দুজন যাত্রী নিয়ে চন্দ্রার উদ্দেশ্যে রওনা দেন পাঠাও রাইডার রাজিব হোসেন (৩৪)। পথে কবিরপুরে পদ্মা ফিলিং স্টেশন পেট্রল পাম্পের সামনে পৌঁছালে যাত্রীদের একজন চালকের পেটে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান যাত্রীরা। চিকিৎসাধীন অবস্থায় পরে রাজিব মারা যান। এ ঘটনার পাঁচমাস পর হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল ছিনতাইচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।

গ্রেফতার দুজন হলেন- সাইদুর রহমান ওরফে নবু (৩২) ও সেলিম (২৯)। টাঙ্গাইলের মির্জাপুর থানার এক মামলায় তারা জেলহাজতে ছিলেন। পরে ওই দুজনই পাঠাওচালক রাজিব হত্যায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করে পিবিআই। আদালত তা মঞ্জুর করলে রাজিব হত্যা মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হয়।

তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, রাজিব টাঙ্গাইলের দেলদুয়ার থানার নাল্লাপাড়া গোয়ারিয়া গ্রামের মো. জাফর মিয়ার ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। কিস্তিতে কেনা মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে সংসারের খরচ চালাতেন তিনি। গত ১৮ সেপ্টেম্বর সকালে রাজিব তার মোটরসাইকেল নিয়ে বের হন। পরদিন রাত আড়াইটার দিকে আশুলিয়া থানার বাইপাইল থেকে দুজন যাত্রী নিয়ে চন্দ্রার উদ্দেশ্যে রওনা দেন। কবিরপুর এলাকায় পদ্মা ফিলিং স্টেশেনের সামনে পৌঁছালে যাত্রীদের একজন রাজিবের পেটে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

তিনি আরও বলেন, গুরুতর অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাজিবের মৃত্যু হয়। এ ঘটনায় রাজিবের বাবা মো. জাফর মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানার হত্যা মামলা করেন। আশুলিয়া থানা পুলিশ তদন্ত করে ঘটনার কোনো সুরাহা করতে না পারায় মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, মামলা তদন্ত করতে গিয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানার এক মামলায় গ্রেফতার সাইদুর রহমান ওরফে নবু (৩২) ও সেলিমকে (২৯) আশুলিয়া থানার রাজিব হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার দেখাতে আদালতে আবেদন করা হয়। আদালতে আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা যায়নি। ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আই এইচ