আইসিবির পর্ষদ সভা মঙ্গলবার
প্রকাশ: ২০১৬-০৪-২৪ ১৩:৪৩:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ এপ্রিল, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৪টায় সভাটি হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির তৃতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, আইসিবি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।