শীত প্রায় বিদায়ের পথে। গরমের আগমন সময়ের ব্যাপার। অনেক দিন বৃষ্টির দেখা নেই। তবে আবহাওয়া অফিস বৃষ্টির খবর দিচ্ছে। গতকাল বুধবার ময়মনসিংহ ও নেত্রকোনায় হয়েছে সামান্য বৃষ্টি। আজও এই দুই বিভাগে কিছু বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আপাতত কম।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে অপরিবর্তিত থাকতে পারে।
এম জি