‘রাশিয়ার জাহাজ ভিড়তে না পারায় সম্পর্কে প্রভাব পড়বে না’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২৩ ১৬:৫৭:৪৩


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন জানিয়েছেন, মস্কো থেকে ঢাকার দূতের পাঠানো রিপোর্ট নিয়ে কাজ করছে মন্ত্রনালয়। তবে রাশিয়ার জাহাজ ভিড়তে না পারা নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে রাশিয়ার জাহাজ নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখপাত্র।

মুখপাত্র বলেন, রাশিয়ার উরসা মেজর জাহাজটি ভিড়তে না পারা বিচ্ছিন্ন একটি ঘটনা। এছাড়া জাহাজটি শুধু আমাদের ক্ষেত্রে না অন্যান্য দেশেও ভিড়তে পারেনি।

এম জি