মধুখালীতে সংঘর্ষে নিহত হলেন আ.লীগ প্রার্থীর ভাই
প্রকাশ: ২০১৬-০৪-২৪ ১৬:০৯:৩৭
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষে আ.লীগ প্রার্থী মো. মতিয়ার রহমান খানের বড় ভাই মো. আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি মনোনীত প্রার্থী আ. রহিম ফকিরসহ ৮ জনকে আটক করা হয়েছে।
আ.লীগ প্রার্থী মো. মতিয়ার রহমান জানান, রাতে তার ভাই আতিয়ার রহমান বাগাট বাজারে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে কয়েকজন কর্মী সমর্থকের সঙ্গে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বিএনপি প্রার্থী রহিম ফকিরের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এসময় আতিয়ার রহমানসহ ৬ জন আহত হন। পরে আতিয়ারকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শাহাদত হোসেন লালের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, আতিয়ারের মরদেহ সুরতহাল করার পর ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে আতিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা একটি দোকানঘর পুড়িয়ে দেয়। এসময় পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়াও ঘটনার পর বিক্ষুব্দ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে উভয় পাশে কয়েকশত যানবাহন আটকা পড়ে। উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৭ মে চতুর্থ ধাপে বাগাট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সানবিডি/ঢাকা/আহো